ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে অতিরিক্ত রুট অনুমোদন সেবা চালু বুধবার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:১১ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ছবি: সংগৃহীত
বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদনের সব কেন্দ্রে অতিরিক্ত রুট অনুমোদন সেবা চালু হচ্ছে। বৈধ ভিসায় অতিরিক্ত রুট অনুমোদনের আবেদন আগামীকাল বুধবার থেকে ভারতীয় ভিসা আবেদনের সব কেন্দ্রে (আইভিএসি) গ্রহণ করা হবে।
এ সেবার জন্য প্রক্রিয়াকরণ ফি হিসেবে আইভিএসিকে ৩০০ টাকা পরিশোধ করতে হবে।
মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সব আইভিএসিতে রুট অনুমোদনের আবেদন জমা দেয়ার জন্য আলাদা কাউন্টার থাকবে। একজন আবেদনকারী বিদ্যমান ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং গেদে/হরিদাসপুর রেল ও সড়কপথ ছাড়াও অতিরিক্ত দু’টি রুটের জন্য আবেদন করতে পারবেন।
ভারতীয় হাই কমিশন ও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে (https://www.hcidhaka.gov.in/pdf/endorsementofportapplicationform.pdf ও http://www.ivacbd.com/Other-Forms) আবেদন ফর্ম পাওয়া যাবে।
এখন থেকে ভারতীয় হাই কমিশন, ঢাকা কিংবা চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সহকারী হাই কমিশনসমূহে অতিরিক্ত রুট অনুমোদনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিউজওয়ান২৪/এমএস