বিএনপি নেতা রফিকুলের তিন বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:২৮ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
ফাইল ছবি
সম্পদের তথ্য গোপন করায় দুদকের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এর আগে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০১ সালের ৭ এপ্রিল বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১০ জুন সে নোটিস গ্রহণ করে কোনো জবাব দেননি তিনি।
এ ঘটনায় রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে ২০০৪ সালের ১৫ জানুয়ারি মামলা করে দুদক। পরে ওই বছরের ৩০ নভেম্বর ঘটনার তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে তারা।
নিউজওয়ান২৪/ইরু/জেডএস