NewsOne24

একইদিনে কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় র‌্যাবের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ও জলদস্যু।

কক্সবাজারের টেকনাফে মঙ্গলবার ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার এলাকার মো. আবদুল হামিদের ছেলে আশিক জাহাঙ্গীর কুদরত ও নারায়ণগঞ্জ তোলাবুরো মসজিদ এলাকার আবদুল বারেকের ছেলে আরিফ হোসেন।

এদিকে কুতুবদিয়া দ্বীপে সোমবার রাতে র‌্যাবের সঙ্গে অপর একটি বন্দুকযুদ্ধে দিদারুল ইসলাম নামে এক জলদস্যু নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

অপরদিকে সোনাদিয়ার প্যারাবনে সোমবার ভোরে র‌্যাবের সঙ্গে আরো একটি বন্দুকযুদ্ধে আবুল হাসান মানিক নামে এক জলদস্যু নিহত হয়েছেন।

নিহত আবুল হাসান মানিক কুতুদিয়ার করলাপাড়া গ্রামের লেদু মিয়ার ছেলে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক, ৮টি তাজা কার্তুজ, ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস