NewsOne24

মহারাষ্ট্রে সামরিক ঘাঁটিতে আকস্মিক বিস্ফোরণ, নিহত তিন

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের মহারাষ্ট্রে সামরিক ঘাঁটির সামনে একটি আকস্মিক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার সকাল ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে।

সেনা সূত্রের বরাত দিয়ে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, নাগপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ে রয়েছে সেনার অস্ত্রভাণ্ডারটি।

সংবাদমাধ্যমটি জানায়, সকালে অস্ত্রভাণ্ডারের বাইরে একটি মাঠে পুরনো বোমা নিষ্ক্রিয় করা হচ্ছিল। সে সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তাতে অস্ত্রকারখানার এক কর্মীসহ তিনজন শ্রমিকের মৃত্যু হয়।

দেশটির অন্যান্য গণমাধ্যমগুলো বলছে, এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস