NewsOne24

হাইতিতে বিক্ষোভে নিহত ৬

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:১০ এএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভর্তুকিতে তেল সরবরাহ কর্মসূচির অর্থ আত্মসাতের প্রতিবাদে হাইতিতে দেশব্যাপী চলা বিক্ষোভে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

দুর্নীতির এ ঘটনা তদন্তে ব্যর্থতার অভিযোগ এনে প্রেসিডেন্ট জোভেনেল ময়েসের পদত্যাগ চেয়েছে বিরোধী পক্ষ। অন্যদিকে প্রেসিডেন্ট তাদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন।

তেলের ভর্তুকি হিসেবে হাইতির পাওয়া ৩৮০ কোটি মার্কিন ডলার ব্যয়ের তদন্ত চেয়ে রোববার হাজার হাজার নাগরিক রাজধানীর ন্যাশনাল প্যালেসের দিকে মিছিল নিয়ে যান।

বিক্ষোভকারীরা সড়ক বন্ধ করে টায়ার জ্বালিয়ে দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। সেই সঙ্গে দেশের অন্যান্য এলাকাতেও সংঘর্ষ হয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস