বদি নয়, নৌকায় চড়তে চান স্ত্রী!
টেকনাফ প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:১৪ এএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
ফাইল ছবি
গতবার বিভিন্ন কর্মকাণ্ডে উখিয়া-টেকনাফ আসনে বিতর্কিত আবদুর রহমান বদির বদলে নৌকার মাঝি হতে চান তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী। দলকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছে দলটির মনোনয়ন বোর্ড সংশ্লিষ্ট একটি সূত্র।
সংসদ সদস্য আবদুর রহমান বদির একান্ত সহকারী হেলাল উদ্দিনও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
হেলাল উদ্দিন বলেন, দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্ত মতে এবারে উখিয়া-টেকনাফ আসনে নৌকার টিকিট কিনেছেন বর্তমান এমপির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী।
এই আসনে নৌকার ধারাবাহিক বিজয় ধরে রাখতে এবং দলকে বিতর্কের ঊর্ধ্বে রেখে আরো শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, গতবার ক্ষমতায় থাকাকালীন শিক্ষক পেটানো, প্রকৌশলী ও আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, ইয়াবা ইস্যুসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তুমুল সমালোচিত হন বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদি। আর এমন কর্মকাণ্ডের কারণে দলকেও বেকায়দায় ফেলেন তিনি। যে কারণে তাকে নিয়ে স্থানীয় আওয়ামী লীগদের মধ্যে রয়েছে চরম অসন্তোষ।
দলের একটি অংশ কোনো মতেই তাকে মনোনয়ন দেয়ার পক্ষে নয়। এ আসন থেকে পর পর দুইবার জাতীয় সংসদে যান আবদুর রহমান বদি। টানা ১০ বছর সংসদ সদস্য থাকার সুবাদে বিএনপির দুর্গে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি। কিন্তু ইয়াবা ও অন্যান্য ইস্যুতে তৈরি হওয়া বিতর্কগুলো শেষ পর্যন্ত তার (বদি) জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
সূত্র জানায়, এই আসন থেকে নৌকার মাঝি হতে ২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৪-৫ জন প্রার্থী শক্তিশালী। কিন্তু দলীয়ভাবে তারা শক্তিশালী হলেও জনপ্রিয়তায় পিছিয়ে। কিন্তু সংসদ সদস্য বদির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী জনপ্রিয়তায় এগিয়ে। কারণ উখিয়ার বৃহত্তর রাজনৈতিক পরিবারের মেয়ে শাহীনা।
এই প্রসঙ্গে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম মাবু বলেন, বর্তমানে যিনি নৌকার টিকিট পেতে যাচ্ছেন তিনি শুধু এমপি বদির স্ত্রী নয়। জন্ম থেকেই আরো অনেক বড় পরিচয় বহন করছেন তিনি।
শাহীনা চৌধুরী উখিয়ার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা নুরুল ইসলাম চৌধুরী ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। তার বড় ভাই হুমায়ুন কবির চৌধুরী জেলা পরিষদের নির্বাচিত সদস্য এবং আওয়ামী লীগ নেতা। ছোট ভাই জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চাচা হামিদুল হক চৌধুরী উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ। চাচি নিগার সুলতানা উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
এ প্রসঙ্গে জানতে চাইলে বদির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী বলেন, দল থেকে এখনো মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। তবে আমি আশাবাদী। কারণ আমিও রাজনৈতিক পরিবারের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চান, ইনশাআল্লাহ আমি নৌকা থেকে বিজয়ী হয়ে জনগণের সেবা করতে পারবো।
নিউজওয়ান২৪/জেডআই