NewsOne24

প্রাথমিক ও চূড়ান্ত মনোনয়ন জানতে ইসিকে বিএনপির চিঠি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

কোনো জোটের প্রত্যেক নিবন্ধিত দল একটি আসনে একাধিক প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিল। পরে চূড়ান্তভাবে একক প্রার্থী কীভাবে নির্ধারণ হবে এবং জোটের ওই আসনের অন্য বৈধ প্রার্থীদের মনোনয়ন এবং প্রতীক বলবত থাকবে কিনা জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি।

সোমবার নির্বাচন কমিশনে (ইসি) এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি স্বাক্ষরিত চিঠি জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার।

চিঠিতে বলা হয়, ‘মনোনয়নপত্র ফরমের সংযুক্তি-২ এ প্রাথমিক মনোনয়ন মর্মে উল্লেখ নেই। এতে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে প্রাথমিক ও চূড়ান্ত মনোনয়ন কীভাবে প্রদান করা হবে, তা স্পষ্ট করতে হবে।’

‘২০ দলীয় জোট/জাতীয় ঐক্যফ্রন্ট/নিবন্ধিত রাজনৈতিক দল প্রাথমিক মনোনয়ন দিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার ক্ষেত্রে জোট/দল/ ঐক্যফ্রন্ট কী প্রক্রিয়ায় তা সম্পন্ন করবে। অর্থাৎ জোটবদ্ধ দলগুলো ভিন্ন ভিন্নভাবে প্রাথমিক মনোনয়নপত্র জমা দেবে কি না,’ চিঠিতে তা জানতে চাওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, ‘জাতীয় ঐক্যফ্রন্টের/২০ দলীয় জোটের প্রত্যেক নিবন্ধিত দল একটি আসনে এক বা একাধিক প্রার্থী প্রাথমিক মনোনয়ন দেয়ার পর চূড়ান্ত মনোনয়নে ফ্রন্টের/জোটের একটি দলের একজন প্রার্থীকে ওই আসনে মনোনয়ন দেয়ার পর জোট বা ফ্রন্টভুক্ত ওই আসনের অন্য বৈধ প্রার্থীর মনোনয়ন বলবত থাকবে কি-না?’

নিউজওয়ান২৪/এএস