‘টরাজি’র প্রভাবে অতি বৃষ্টিপাত, ভূমিধ্বসে ভিয়েতনামে নিহত ১৩
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি
ভিয়েতনামে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘টরাজি’র প্রভাবে অতি বৃষ্টিপাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহরে ভূমিধ্বস হয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন প্রায় ৪ জন।
জানা গেছে, ভূমিধ্বসের ঘটনায় বিধ্বস্ত হয়েছে শহরটির বেশ কিছু বাড়িঘর। দেশটির কান হোয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা জানান, ভূমিধ্বসে নিখোঁজদের সন্ধানে কর্তৃপক্ষ ৬০০ সেনা সদস্যকে মোতায়েন করেছে। তারা নিখোঁজদের অনুসন্ধানের পাশাপাশি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ থেকে স্থানীয় লোকজনকে সড়িয়ে নিচ্ছে।
দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘টরাজি’ ক্রমে শক্তি হারিয়ে বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উপকূলীয়বর্তী শহর বিন থুয়ান ও নিন থুয়ান প্রদেশের নিকট অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উপকূলীয়বর্তী এলাকাসমূহে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস