NewsOne24

স্মিথ-ওয়ার্নারের ভাগ্য ঠিক হবে এই সপ্তাহে

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার

স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার


ভারতের বিরুদ্ধে সিরিজে কি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফ্টদের খেলতে দেখা যাবে? এ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। মতবিরোধ রয়েছে খোদ অস্ট্রিলিয়ান ক্রিকেট বোর্ডেই।

বল বিকৃতির দায়ে এই তিন ক্রিকেটারকে নির্বাসনে পাঠিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। কিন্তু নানা মহল থেকে চাপ আসছে সেই শাস্তি তুলে নেওয়ার জন্য।

এমনকি চাপের মুখে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলীয় বোর্ডের অনেকেই। এই অবস্থায় এই তিন ক্রিকেটারের ভাগ্য নিয়ে এই সপ্তাহের শুরুতেই বৈঠকে বসার কথা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানেই সম্ভবত ঠিক হয়ে যাবে ভারতের বিরুদ্ধে স্মিথরা খেলতে পারবেন কি না।

তবে সবাই আবার এই শাস্তির বিপক্ষে নয়। যেমন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার মিচেল জনসন। তিনি টুইট করেছেন, ‘তিন জন ক্রিকেটারকে নির্বাসন দিয়েছে বোর্ড। ওরা সেই শাস্তি মেনেও নিয়েছে। তাই আমার মতে, শাস্তি বহাল থাকুক।’

অস্ট্রেলিয়া বোর্ডের ওপর সব চেয়ে বেশি চাপ সৃষ্টি করেছে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংস্থা (এসিএ)। লিখিত ভাবে তারা তাদের দাবিও পেশ করেছে।

একটি নিরপেক্ষ রিভিউ জানিয়েছে, বল বিকৃতি দায়ে শুধু অস্ট্রেলীয় ক্রিকেটারদের দায়ী করলেই চলবে না। এর জন্য দায়ী অস্ট্রেলীয় বোর্ডের কর্তারাও। কারণ, তারাই এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে ক্রিকেটারেরা বাধ্য হয়েছেন এই রকম অনৈতিক রাস্তায় হাঁটতে। যে কোনও মূল্যে জিততেই হবে, এই রকম একটা মানসিকতা ক্রিকেটারদের মধ্যে তৈরি হওয়ার জন্য বোর্ডকর্তারাই দায়ী বলে ওই রিভিউ রিপোর্টে বলা হয়েছে।

স্মিথ, ওয়ার্নারদের ভাগ্যে কী হবে, তার ওপর অনেকটাই নির্ভর করে আছে সিএ বনাম এসিএ সম্পর্কও। শোনা যাচ্ছে, ক্রিকেটারদের সংগঠন নাকি চাইছে, বোর্ডের বৈঠকের আগে কর্তাদের সঙ্গে একদফা কথা বলতে। সামনাসামনি না হলেও ফোনে কথা বলতে চান এসিএ-র প্রতিনিধিরা।

কিন্তু অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, সেই প্রস্তাবে রাজি হবেন না বোর্ডকর্তারা। খুব বেশি হলে তারা তাদের সিদ্ধান্ত সরকারি ভাবে ঘোষণা করার আগে এসিএ প্রতিনিধিদের জানিয়ে দিতে পারেন।

ব্যানক্রফ্টের শাস্তি উঠে যাচ্ছে ২৯ ডিসেম্বর। ফলে টেস্ট সিরিজে পরের দিকে খেলার সুযোগ থাকছে তার। শাস্তি উঠে গেলে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে নিজেকে তৈরি করার সুযোগ পাবেন তিনি। এমনও হতে পারে, স্মিথ-ওয়ার্নার আপাতত শুধু শেফিল্ড শিল্ডে খেলার সুযোগ পাবেন।

নিউজওয়ান২৪/এমএম