NewsOne24

৩ পাখির মূল্য ৩১ লাখ!

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণি পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১-এর সদস্যরা।

এ সময় আমদানি নিষিদ্ধ বিরল প্রজাতির দুটি টুকান ও একটি ইলেকটাস প্যারট পাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিরল প্রজাতির তিনটি বিদেশি পাখির মূল্য ৩১ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জাহিদুল হাসান (৩২), খন্দকার বুলবুল ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (৪১) ও মো. মাসুদুর রহমান (২৯)।

র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিসহ তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে বিমানবন্দরের কিছু কর্মচারীর সঙ্গে সংঘবদ্ধভাবে আমদানি নিষিদ্ধ বিরল প্রজাতির পশু-পাখি বিভিন্ন দেশে পাচার করে আসছে চক্রটি। বিভিন্ন সময় সাদা সিংহ, বিদেশি বানর, চিতাবাঘ, জেব্রাসহ বিরল প্রজাতির মূল্যবান পাখি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কৌশলে নিয়ে আসে তারা। পরে অধিক মূল্যে প্রতিবেশী দেশগুলোতে পাচার করে দেয়।

তিনি বলেন, উদ্ধারকৃত বিরল প্রজাতির আমদানি নিষিদ্ধ টুকান পাখি ও ইলেকটাস প্যারট পাখি বন্যপ্রাণি অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজওয়ান২৪/ইরু