নৌকার পক্ষে অনলাইনে প্রবাসীদের প্রচারণার উদ্যোগ
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রোববার
ছবি সংগৃহীত
আওয়ামী লীগের পক্ষে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক ‘অনলাইন আলোচনা’ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর আলোচনায় সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, জার্মান, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, নরওয়ে-এর প্রবাসীরা যুক্ত ছিলেন।
সুইজারল্যান্ড থেকে মুক্তিযুদ্ধ গবেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট অমি রহমান পিয়াল, সুইডেন থেকে বিশ্লেষক ও কলামিস্ট সাব্বির খান, ডেনমার্ক থেকে ডা. বিদ্যুৎ বড়ুয়া বিশ্লেষক ও সাংগঠনিক সম্পাদক, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ, যুক্তরাজ্য থেকে ডা. গোলাম রাহাত খান বাবু সাবেক ছাত্রলীগ নেতা, জার্মানি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শান্তা তাওহিদা ও ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জার্মান আওয়ামী লীগ।
এ ছাড়া নরওয়ে থেকে ইশতিয়াক পিএইচ ডি স্টুডেন্ট ও চীন থেকে বাংলদেশ ছাত্রলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন।
নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে অনলাইনে প্রবাসীদের কাজ করার জন্য প্রায় ৬ মাস আগে নৌকা নামে একটি অনলাইন গ্রুপ তৈরি করা হয় এবং পেইজ এর মাধ্যমে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় নির্বাচনী প্রচারণার মূল বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন আমি রহমান পিয়াল ও সাব্বির খান।
নৌকার পক্ষে প্রবাসীদের নির্বাচনী প্রচারণায় শরিক করা যায় সেই বিষয়ে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা আগামী ২৪ নভেম্বর ২০১৮ আবার আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
নিউজওয়ান২৪/এমএম