প্রথম মিলনের পর প্রেমিকার একি কাণ্ড!
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রোববার

প্রতীকী ছবি
প্রেমিকের সঙ্গে প্রথম রাত কাটান রাশিয়ার তরুণী একাটেরিনা টিরস্কায়া। এরপর তারমনে হয় তিনি একজন ভ্যাম্পায়ার! বস্তুত, তিনি নিজেকে জনপ্রিয় মার্কিনি টেলি-সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়ারিজ’-এর নায়িকা এলেনা গিলবার্ট বলে মনে করেছিলেন।
তারপরেই তার ধারণা হয়, তার প্রেমিক একজন ওয়্যারউলফ। এবং তার পবিত্র কর্তব্য হল ওয়্যারউলফকে বধ করা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’র প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
পশ্চিমা বিশ্বের লোককথা, ভ্যাম্পায়ার বা রক্ত-পিপাসু পিশাচের চরম দুশমন হল ওয়্যারউলফ। এদের দ্বৈরথ নিয়ে রচিত হয়েছে অসংখ্য উপন্যাস। এই উপন্যাস থেকেই নির্মিত টেলি-সিরিজ দেখে একাটেরিনার ধারণা জন্মায় তিনি একজন ভ্যাম্পায়ার। তার প্রেমিককে সেকথা বললে, প্রেমিক তাতে বিশ্বাস তো করেনইনি, বরং তিনি জানান, এসব গালগল্প তিনি বিশ্বাস করেন না।
এতেই খেপে গিয়ে একাটেরিনা একটা ছুরি নিয়ে প্রেমিককে আক্রমণ করেন। প্রথম আঘাতটা এড়িয়ে গেলেও দ্বিতীয় বার একাটেরিনা ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন প্রেমিকের উপরে। এবার ছুরির আঘাত এসে লাগে তার বুকে।
কোনও মতে প্রেমিকার কবল থেকে পালিয়ে আসেন প্রেমিক। তিনি প্রতিবেশীদের বাড়ি গিয়ে সাহায্য চান। প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।
ওই যুবক আপাতত ভাল আছেন বলেই জানা গিয়েছে। ওদিকে একাটেরিনাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পেশ করা হলে তার আড়াই বছরের জেল এবং ৩,৯০০ পাউন্ড জরিমানা হয়।
নিউজওয়ান২৪/এমএম