এনজিওকর্মীকে স্কুটি চালানো শেখাচ্ছেন সাংবাদিক!
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৮ নভেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা। সামনে তারা ‘গাঙচিল’ ছবির কাজ শুরু করবেন। তবে তার আগে বান্ধবিকে (পূর্ণিমা) স্কুটি চালানো শিখতে হবে। এই নিয়ে বেশ টেনশনে ছিলেন বন্ধু ফেরদৌস।
তাই চিত্রনায়িকা পূর্ণিমার স্কুটি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি নিজেই। ঢাকার ফ্লাইং ক্লাবের পাশের একটি রাস্তায় শুক্রবার বিকেলে পূর্ণিমাকে স্কুটি চালানোয় সহযোগিতা করছেন বলে জানান চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলেন, কাল থেকে একটানা ১০ দিন কাজটি করতে হবে।
‘গাঙচিল’ ছবিতে অভিনয়ের জন্য পূর্ণিমাকে স্কুটি চালানো জানতে হবে। ছবির শুটিং শুরুর আগে সহশিল্পী পূর্ণিমাকে চরিত্রের উপযোগী করে তোলার কাজে সহযোগিতা করছি। আগামী ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।
এদিকে, ‘গাঙচিল’ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এই ছবিতে পূর্ণিমা এনজিওকর্মী আর ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ‘গাঙচিল’ ছবিটি।
এই প্রসঙ্গে নির্মাতা নেয়ামূল জানান, নোয়াখালীর চরাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট, হাসি-আনন্দের গল্প এই সিনেমায় দেখা যাবে। পূর্ণিমার চরিত্রটিকে বাস্তবসম্মত করে ফুটিয়ে তুলতে স্কুটি চালানো শেখা দরকার। তাই আমরা বাস্তবসম্মত করার জন্য তাকে স্কুটি চালাতে শিখতে অনুরোধ করেছি। তিনি সানন্দে রাজিও হয়েছেন।
নিউজওয়ান২৪/জেডআই