জোট ও ঐক্যফ্রন্টের আসন ভাগাভাগির পরেই বিএনপির প্রার্থী চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৮ নভেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শুরু হয়েছে সকাল ৯টায়। জানা গেছে তাতে জোট বা ঐক্যফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগির পরেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে।
এদিকে, শীর্ষ নেতারা বলছেন, প্রার্থীর সংকট নেই দলে। বরং প্রতিকূল অবস্থায়ও প্রত্যাশার চাইতে বেশি সাড়া পেয়েছেন তারা। প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে সক্রিয় এবং এলাকায় জনপ্রিয়রাই এগিয়ে থাকবেন। তবে মনোনয়ন বোর্ড এখনই প্রার্থী চূড়ান্ত করলেও নাম ঘোষণা করা হবে পরে।
সতর্কতার সঙ্গে প্রাথী চূড়ান্ত করা হবে বলেও জানান মনোনয়ন বোর্ডের সদস্যরা। তারা আরো জানান, আন্তরিকভাবে ৩শ’ প্রার্থী চূড়ান্ত করাটাই এখন মূল চ্যালেঞ্জ। আর চূড়ান্তের বেলায় কেবল দলে সক্রিয় নেতারাই নন, এলাকায় জনপ্রিয়তাও বিবেচ্য হবে।
আপাতত সব আসনেই নিজস্ব প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। জোটগত কিংবা ঐক্যফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্তের পর এই চূড়ান্ত প্রার্থীদের মধ্য থেকে সমন্বয় করা হবে।
নিউজওয়ান২৪/জেডএস