NewsOne24

সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলা, শিশুসহ নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৮ নভেম্বর ২০১৮ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশের আবাসিক এলাকায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট আবারো  বিমান হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। শনিবার হামলার এ ঘটনাটি ঘটে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকটি সূত্র সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’কে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর জঙ্গিবিমান শনিবার দেইর আয-জোরের হাজিন শহরের উপকণ্ঠে অবস্থিত আল বুকান গ্রামে বোমা বর্ষণ করলে অন্তত ৪৩ জন নিহত হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

এর দু্দিন আগে একই প্রদেশে আলবু বাদরান গ্রামে কয়েকটি আবাসিক ভবনে মার্কিন জোটের বিমান হামলায় একই পরিবারের ১৭ জন সদস্য নিহত হওয়ার পর এসব বেসামরিক ব্যক্তির নিহতের খবর এলো। 

নিহত এসব বেসামরিক ব্যক্তিরা দেইর আয জোরের  আবু কামাল এলাকার আল বাঘুজ শহরের কাছ থেকে বাস্তুহারা হয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক এ জোট সিরিয়ায় হামলা চালাচ্ছে। জোটের দাবি উগ্র সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করে দিতে তাদের এ হামলা।

নিউজওয়ান২৪/এমএস