ভাসানীর আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে: কামাল
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৭ নভেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। এসময় তিনি বলেন, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে।
শনিবার মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ড. কামাল এমন মন্তব্য করেন।
ড. কামাল বলেন, মাওলানা ভাসানী ছিলেন মজলুম জননেতা। তিনি জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তার আত্মার মাগফেরাত ও শ্রদ্ধা জানাতে আজ এখানে এসেছি। মওলানা ভাসানী অনুপ্রেরণা হয়ে চিরদিন আমাদের মাঝে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সময় কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীসহ আরও অনেকে।
নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে বঙ্গবীর বলেন, আজ এ বিষয়ে মন্তব্য নয়।
এদিকে ভাসানীর মৃত্যু দিবসে শনিবার ভোর থেকেই সন্তোষে জনতার ঢল নামে। তার অসংখ্য মুরিদান ও ভক্তদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে টাঙ্গাইলের সন্তোষে মাজার প্রাঙ্গণ।
সকাল সাড়ে ৭টার দিকে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর থেকেই সমাধিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
১৯৭৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মওলানা ভাসানী।
নিউজওয়ান২৪/এমএম