NewsOne24

অপরাধ: অবৈধভাবে রাস্তা পারাপারের চেষ্টা, মুরগি গ্রেফতার!

ইত্যাদি ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ১১:৪২ পিএম, ১৯ অক্টোবর ২০১৬ বুধবার

টেইসাইড পুলিশ স্টেশনের ফেসবুক পেজে প্রকাশিত আটক মুরগির ছবি

টেইসাইড পুলিশ স্টেশনের ফেসবুক পেজে প্রকাশিত আটক মুরগির ছবি

ঘটনা পড়ে অনেকেই অবাক হবেন আমাদের বাস্তবতার সঙ্গে মেলাতে গিয়ে। যেখানে হরহামেশা ফুটওভারব্রিজ থাকতেও জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে রাস্তা পার হতে অভ্যস্ত আমাদের সিংহভাগ মানুষ- সেখানে একটি মুরগিকে বেআইনিভাবে রাস্তা পারাপার চেষ্টার জন্য আটক করা হয়েছে ইউরোপের একটি দেশে!

ঘটনা স্কটল্যান্ডের ডান্ডি শহরের। ব্যস্ত সময়ে ইস্ট মার্কেটগেট এলাকার এক রাস্তার এপার থেকে ওপারে যেতে চাইছিল একটি মুরগি। কিন্তু রাস্তা ছিল মহব্যস্ত অর্থাৎ চলন্ত গাড়ি একের পর এক ছুটে যাচ্ছিল ঝড়ের গতিতে। মুরগি বেচারা রাস্তা পাড়াপাড়ের ধান্ধায় দাঁড়িয়েই ছিল। মাঝে মধ্যে চেষ্টা করছিল উদ্দেশ্য সাধনে।

এমন অবস্থাটা নজরে পড়ে যায় ওই পথ দিয়ে যাওয়া এক বাইক চালকের। তিনি দুর্ঘটনার আশংকায় ঘটনাটি দ্রুত অবহিত করেন পুলিশে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়- কারণ আসলেই পাখিটির উপস্থিতি গাড়ি চালকদের মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছিল। ফলে যে কোনো সময়ে ঘটে যেতে পারতো দুর্ঘটনা।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মুরগিটিকে আটক করে নিকটস্থ টেইসাইড থানায় নিয়ে যায়। তারা মুরগিটির মালিকের সন্ধানে ফেসবুকের দ্বারস্থ হয়েছে। একইসঙ্গে যোগাযোগ করেছে স্কটিশ সোসাইটি ফর প্রিভেনশন অব ক্রুয়েলিটি টু এনিম্যালস (এসএসপিসিএ)-এর সঙ্গে।

নিজেদের ফেসবুক পেজ-এ এক ঘোষণায় স্কটিশ পুলিশ জানায়, মালিকের সন্ধান পাওয়ার আগ পর্যন্ত এসএসপিসিএ পাখিটির দেখভাল করতে সম্মত হয়েছে। এছাড়া মুরগিটি কেন ওভাবে ব্যস্ত সড়ক পেরোতে চেষ্টা করছিল- সে সম্পর্কে কারও কাছে কোনো কোনো তথ্য থাকলে তা জানাতেও অনুরোধ করেছে। এমিরেটস২৪৭

নিউজওয়ান২৪.কম/এমএস