NewsOne24

খাশোগি হত্যায় নেই যুবরাজের হাত, রয়েছে পাঁচজনের ফাঁসির সুপারিশ

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোন হাত নেই বলে উল্লেখ করেন সৌদি আরবের প্রধান প্রসিকিউটর সৌদ আল মুজিব। পাশাপাশি হত্যায় অভিযুক্ত পাঁচজনের মৃত্যুদণ্ডের সুপারিশ করেছেন তিনি। বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

সৌদি কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের তিন দিন আগে গত ২৯ সেপ্টেম্বর পরিকল্পনা করে খুনিরা। এরপর ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে তাকে হত্যা করা হয়। খবর সিএনএন’র।

সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন অফিস জানায়, এ ঘটনায় মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে হত্যাকাণ্ডের আদেশ ও বাস্তবায়নে সরাসরি জড়িত ৫ জন সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে।

তুর্কি বাগদত্তার সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র আনতে গত ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর সৌদি জানায়, কসন্যুলেটের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাশোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

নিউজওয়ান২৪/এএস