NewsOne24

আপনার আয়ু চার বছর কমছে না তো

লাইফস্টাইল ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

অতিরিক্ত মোটা হওয়া যেমন ভালো নয়, অতিরিক্ত শুকিয়ে যাওয়াও কিন্তু খারাপ। ল্যানসেট জার্নালের একটি গবেষণায় জানা গেছে, বাড়তি মেদ কিংবা স্বাভাবিকের চাইতে কম ওজনের কারণে চার বছর আয়ু কমে যেতে পারে।

গবেষণাটি প্রায় দুই লাখ মানুষের ওপর করা হয়েছে। তারা ছিলেন যুক্তরাজ্যের চিকিৎসকের অধীনে নিবন্ধন করা রোগী। গবেষণায় দেখা গেছে ৪০ বছর বয়সের পরে যাদের বিএমআই (বডি মাস ইনডেক্স) স্বাভাবিক, তাদের কোনো অসুখে মৃত্যুবরণ করার হার কম। যাদের বিএমআই অনেক বেশী এবং যাদের একেবারে কম, তাদের জীবনকাল অন্যদের তুলনায় কম।

বিএমআই হচ্ছে শরীরের আদর্শ ওজন নির্ণয়ের একটি গাণিতিক পদ্ধতি। বিএমআই হিসাব করা হয় ওজন এবং উচ্চতার উপরে নির্ভর করে (ওজন ÷ উচ্চতার স্কয়ার)। ওজন ‘কেজি’ এবং উচ্চতা ‘মিটারে’ হিসাব করতে হয়। স্বাভাবিক বিএমআই ধরা হয় ১৮.৫ থেকে ২৫ পর্যন্ত। কেউ মোটা বা শুকনা কিনা তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো বিএমআই হিসেব করা।

নিউজওয়ান২৪/ইরু