NewsOne24

মিঠুন-রিয়াদের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

মিরপুর টেস্টেন চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ১০ রানে ফিরে গেছেন ইমরুল, লিটন ও মুমিনুল হক। এরপর মুশফিকুর রহিমের বিদায়ে বিপর্যয়ে পড়া টাইগারদের এগিয়ে নিয়ে যাচ্ছেন রিয়াদ ও মিঠুন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ দশমিক ৪ ওভারে তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০ রান। মুশফিকুর রহিম ৫ ও মিঠুন রান নিয়ে ক্রিজে আছেন।

প্রথম ইনিংসে ২১৮ রানে এগিয়ে থেকে বুধবার দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ টপঅর্ডার। ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় ইমরুল কায়েস ব্যর্থ টেস্ট সিরিজে। চার ইনিংসে তৃতীয়বার ফিরলেন এক অঙ্কের ঘরে। কাইল জার্ভিসের বলে ব্রেন্ডন মাভুটার তালুবন্দি হন এই ওপেনার। ১২ বলে ৩ রান করে ফিরেন ইমরুল। 

৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। লিটন কুমারও ব্যর্থ টেস্ট সিরিজে। দলীয় ১০ রানের মাথায় মাত্র ৬ রান করে কাইল জার্ভিসের বলে সরাসরি বোল্ড জন লিটন। পরের ওভারেই ফিরে গেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। দলীয় ১০ রানের মাথায় ব্যক্তিগত ১ রানে বিদায় নেন মুমিনুল।

এর আগে ঢাকা টেস্টে বাংলাদেশ মুমিনুল হকের ১৬১ ও মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে (২১৯) রানে সাত উইকেটে ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে তাইজুলের বিষাক্ত স্পিনে ৩০৪ রানে গুটিয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস। তাইজুল একাই পাঁচটি উইকেট শিকার করেন।

ফলে তৃতীয় দিন শেষে ২১৮ রানে এগিয়ে থাকা বাংলাদেশ বুধবার চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে স্বাগতিকরা। লক্ষ্য লাঞ্চে আগেই দ্রত রান তুলে জিম্বাবুয়ে বড় লক্ষ্য দেয়া।

নিউজওয়ান২৪/এমএম