শুরুতেই টাইগারদের তিন উইকেট নেই
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৩১ এএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার
ছবি সংগৃহীত
জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা। ২১৮ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এরই মধ্যে স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ২২৯ রান। কিন্তু শুরুতে তিন উইকেট হারিয়েছে টাইগাররা। তবে বাধা পেরিয়ে মুশফিক ও মিঠুনের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৭ উইকেটে ৫২২ রান তুলে ইনিংস ঘোষণা করে। নিজেদের প্রথম ইনিংসে ৩০৪ রান তুলে জিম্বাবুয়ে।
এই রিপোর্ট লেখা অবধি উইকেটে অপরাজিত গত ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম (৬) এবং মোহাম্মদ মিঠুন (৪)।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই বিদায় নেন ইমরুল কায়েস। কাইল জারভিসের বলে ব্রেন্ডন মাভুতার হাতে ধরা পড়ার আগে ইমরুল করেন মাত্র ৩ রান। দলীয় ৯ রানের মাথায় বাংলাদেশ প্রথম উইকেট হারায়। এক বল পরেই জারভিস বোল্ড করেন লিটন দাসকে (৬)।
পরের ওভারে বিদায় নেন গত ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। ডোনাল্ড তিরিপানোর বলে উইকেটের পেছনে রেগিস চাকাভার গ্লাভসবন্দি হন মুমিনুল (১)। দলীয় ১০ রানে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়।
নিউজওয়ান২৪/এমএম