প্রবাসে বাংলাদেশি: গোনা-গুনতিতে বাড়ছে, গুণ-মানে নামছে
তামিম রায়হান
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০২:২৪ পিএম, ১২ অক্টোবর ২০১৬ বুধবার
দেশে রেমিটেন্স পাঠাতে পরদেশে নিত্য ঘাম ঝড়ানো প্রবাসী শ্রমিক -ফা্ইল ফটো
২০১৫ সালে গড়ে প্রতি একজন প্রবাসী বাংলাদেশি দেশে টাকা পাঠিয়েছেন দু হাজার মার্কিন ডলার। আর একইসময়ে ভারতের প্রতি একজন প্রবাসী গড়ে পাঠিয়েছেন ৫ হাজারের বেশি মার্কিন ডলার।
দুই দেশের অভিবাসীদের গড় আয়ে এই পার্থক্যের মূলে রয়েছে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের অদক্ষতা এবং অসেচতনতা। তবুও প্রবাসীদের রেমিট্যান্স নিয়ে সরকার আবেগভরা কথাবার্তা বলে, প্রবাসীরাও এসব শুনে গদগদ হয়ে নিজেদের গর্বিত ভাবে। কিন্তু প্রবাসীদের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির কোনও পদক্ষেপ নেই কোথাও। না বাংলাদেশ সরকারের, না বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোর। সেইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভেতরকার রাজনৈতিক দলাদলি, হানাহানি, অবৈধ ভিসা ব্যবসা- আর অপরাধমূলক কর্মকাণ্ড তো আছেই।
ফলে ফলাফল হলো, বিশ্বজুড়ে নানা দেশে বাংলাদেশিরা গোনা-গুনতিতে বাড়ছে, কিন্তু গুণ ও মানে কেবলই নিচে নামছে। কিন্তু এসব দেখা এবং সমাধানের যেন কোথাও কেউ নেই। গত অর্ধযুগে যারাই বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন, তারা বয়সের ভারে ক্লান্ত। এই ক্লান্তি এবং বার্ধক্য নিয়ে দেশে দেশে তিনি কীভাবে প্রবাসীদের কাছে ছুটে যাবেন, সরকারপ্রধান সেটা হয়তো ভাবেন না।
সরকার ও সংশ্লিষ্ট মহলগুলোর নানা অনিয়ম ও অব্যবস্থাপনা আর আত্মউন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে নিজেদের আলস্য ও অসেচতনতার মধ্যে এভাবেই বেঁচে আছেন প্রবাসীরা।
লেখক: কাতার প্রবাসী সাংবাদিক
নিউজওয়ান২৪.কম/আরকে