NewsOne24

খালেদা ফের হাসপাতালে ভর্তি হবেন কিনা জানা যাবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে পুনরায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়ার দাবিতে হাইকোর্টে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শুনানি গ্রহণ শেষে বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ১১ নভেম্বর খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির এ রিট করেন।

এর আগে কারাবন্দী খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবিতে করা রিটটি গত ৪ অক্টোবর নিষ্পত্তি করে কিছু নির্দেশনা, পর্যবেণসহ আদেশ দেয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। আদালত খালেদা জিয়ার চিকিৎসায় নতুন করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করতে ও অবিলম্বে তাকে বিএসএমএমইউতে ভর্তি ও চিকিৎসাসেবা শুরুর নির্দেশ দেয়।

এরপর ৬ অক্টোবর তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। পরে নাইকো দুর্নীতি মামলার শুনানিতে হাজির করার জন্য গত ৮ নভেম্বর কারাকর্তৃপক্ষ তাকে কারাগারে ফিরিয়ে নেন। ওইদিন তাকে নাইকো মামলার বিচারের জন্য পুরাতন কারাগারের ভেতরে স্থাপিত আদালতেও হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার রায় ঘোষণার পর থেকেই নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে রাখা হয় খালেদা জিয়াকে। বর্তমানে সেই কারাগারে একমাত্র বন্দী হিসেবে রয়েছেন তিনি।

নিউজওয়ান২৪/টিআর