NewsOne24

হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি 

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এসেছেন বিকল্পধারার মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মেজর (অব.) মান্নান ও বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী।

মঙ্গলবার বেলা ১টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে তারা সেখানে আসেন।

মাহি বি চৌধুরী বলেন, ‘এ বিষয়ে খুব শিগগিরই যুক্তফ্রন্ট ও আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবে। আমরা আনুষ্ঠানিক বৈঠকের বিষয়ে আলোচনা করতে এখানে এসেছিলাম।’

ধানমণ্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সাথে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এসময় উপস্থিত ছিলেন।

মাহি বলেন, এর মধ্যদিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং নবগঠিত যুক্তফ্রন্টের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হলো।

মাহি এবং যুক্তফ্রন্টের আরেক শীর্ষ নেতা মেজর (অব.) এমএ মান্নান নির্বাচন এবং সম্ভাব্য মনোনয়ন বিষয়ে আলোচনা করতে বৈঠকে অংশ নেন।

মাহি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো রাজনীতি করা, আওয়ামী লীগ বা বিএনপির বিরুদ্ধে দাঁড়ানো নয়। আমরা বাংলাদেশের জন্য রাজনীতি করি। আমি বিএনপির সাথেও বসেছি, আলোচনা করেছি। আমরা আশা করি তারা জামায়াতকে ছাড়তে সক্ষম হবে। এটা বিএনপি এবং বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে তারা জামায়াত থেকে বের হয়ে আসতে পারছে না।’

ওবায়দুল কাদেরের সাথে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘আজকে আমরা অনানুষ্ঠানিক আলোচনা করেছি। গত কয়েকদিনে আমাদের দলের মহাসচিব আব্দুল মান্নান ওবায়দুল কাদেরের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আমাদের আলোচনার লক্ষ্য হলো দেশপ্রেমীকদের সাথে জোট গঠন করা, যারা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করবে, যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

মাহি বলেন, ‘১৪ দলীয় নেতৃত্বাধীন জোটের সাথে আনুষ্ঠানিক আলোচনার বিষয়ে কথা বলেছি। আমরা আশা করি খুব শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।’

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো যুক্তফ্রন্ট।

নিউজওয়ান২৪/টিআর