‘জমি’, লালমনিরহাটে প্রাণ গেলো দু’জনের
লালমনিরহাট প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি
লালমনিরহাটে জমি নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের গিলাবাড়িতে সকালে সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়।
নিহতরা হলেন- আবদুল জলিল মিয়া (৫০) ও গোলাম রব্বানি (৪৫)।
আদিতমারি থানার ওসি মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে নিউজওয়ান২৪-কে জানান, উপজেলার সাপটিবাড়ি ও চিপারবাজার গ্রামের লোকজনের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে দু’গ্রামের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তিনি আরো জানান, এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজওয়ান২৪/জেডএস