পদ্মায় স্পিডবোট ডুবি: নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:৪২ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি
মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় এক শিশুসহ নিখোঁজ তিন যাত্রীর লাশ সোমবার উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার মেরাজুল ইসলাম রাজু (২৫) ও তার স্ত্রী লিমা (২০) এবং পটুয়াখালীর রুবেলের মেয়ে ফাতেমা আক্তার (৭)।
মাদারীপুরের পুলিশ সুপার কুমার হালদার জানান, প্রায় ২০ জন যাত্রী বহনকারী স্পিডবোটটি একটি ফেরির সাথে ধাক্কা লেগে নদীতে ডুবে যায়। এ ঘটনায় তিনজন বাদে সবাই সাঁতরে তীরে আসতে সক্ষম হয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে।
নিউজওয়ান২৪/টিআর