নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার
ফাইল ছবি
নির্বাচন করছেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
সোমবার একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এ সময় তিনি বলেন, আমার নির্বাচনে অংশ নেয়া বড় কথা নয়। বরং আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছি। নির্বাচনে কে হারলো, কে জিতলো সেটা বড় কথা নয়, দেশের মালিক জনগণ, তারা যেন নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারে সেটাই বড় কথা।
কী কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না তা উল্লেখ না করলেও, বয়স এবং শারীরিক অসুস্থতার বিষয়েই ইঙ্গিত দেন ড. কামাল।
নিউজওয়ান২৪/এএস