আ.লীগের মনোনয়ন বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার বুধবার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার
ফাইল ছবি
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে দলের প্রার্থীদের সাক্ষাৎকার হবে বুধবার। সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ নভেম্বর বেলা ১১টায় এ সাক্ষাৎকার অনুষ্ঠান হবে।
রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই ধরণের সিদ্ধান্ত নেয়া হয়।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে গত তিন দিন মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই ছিল না। নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে শোডাউনের মাধ্যমে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনোনয়নপ্রত্যাশীরা।
নিউজওয়ান২৪/জেডএস