দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত
দিনাজপুর প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১১ নভেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
রবিবার দুপুর ১২টার দিকে পার্বতীপুর উপজেলার রামপুর জোরতাল রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পার্বতীপুর উপজেলার শ্রীরামপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মোকসেদুল ইসলাম ও তার স্ত্রী তহুরা বেগম।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেন পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের জোরতাল রেলগেট পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।
পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ।
নিউজওয়ান২৪/টিআর