সাকিবকে নিবার্চন নয়, খেলায় মন দিতে বলেছেন প্রধানমন্ত্রী
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১১ নভেম্বর ২০১৮ রোববার
ফাইল ছবি
আগামী বছর বিশ্বকাপের কারণে সাকিব আল হাসানকে আসন্ন জাতীয় নিবার্চনে অংশগ্রহণ না করে খেলায় মনোযোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রবিবার) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।’
এদিকে, শনিবার নিউজওয়ান২৪ সহ বিভিন্ন গণমাধ্যমে সাকিবকে উল্লেখ করে মনোনয়ন ফরম কিনতে আগ্রহের খবর প্রকাশিত হয়েছিলো। তিনি মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন ফরম নেওয়ার কথা জানান। কিন্তু রাতে সাকিব আল হাসান জানান, তিনি মনোনয়ন ফরম কিনছেন না।
এছাড়া নিজের সিদ্ধান্ত পরিবর্তনের ব্যপারে বাংলাদেশের এ অলরাউন্ডার এখনো কোন মন্তব্য করেননি। তিনি শুধু নিজের সিদ্ধান্ত বদলের কথা জানান।
এর আগে ওবায়দুল কাদের বলেছিলেন, মাশরাফি-সাকিব দুজনই রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। দুজনকেই সাক্ষাতের জন্য যেতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল আভাস দিয়েছিলেন যে এই দুই ক্রিকেটার নির্বাচন করবেন।
নিউজওয়ান২৪/এএস