এমন বাবাও হয়!
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:১২ পিএম, ১১ নভেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি
ভারতে এবার আরো একটি অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে।
এনডিটিভির খবর, মহারাষ্ট্রের পালঘর জেলায় এক বাবা নিজের ১৫ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ৩৮ বছর। তাকে পালঘর জেলার পাস্থল গ্রাম থেকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্তের সঙ্গে তার প্রথম স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়ে যায় কয়েক বছর আগে। এরপর অভিযুক্ত তার দ্বিতীয় স্ত্রী ও প্রথম পক্ষের কন্যার সঙ্গে থাকতো।
খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ২০১৫ সাল থেকে নিজের কন্যার শ্লীলতাহানি করতো। কারো কাছে এই নিয়ে কিছু বললে তাকে মেরে ফেলবে বলে হুমকিও দিয়েছিল ওই ব্যক্তি।
ধর্ষিতা কন্যা শেষমেশ নিজের সৎ মায়ের শরণাপন্ন হয়। পরে স্বামীর নামে থানায় অভিযোগ দায়ের করেন সৎ মা।
নিউজওয়ান২৪/জেডএস