রবিবার ভোটের সিদ্ধান্ত নিয়ে ইসিকে চিঠি দেবে ২০ দল
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার
ফাইল ছবি
একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা না করার ব্যাপারে আগামী দু’দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট। শনিবার (১০ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, ‘জোটের প্রধান দল বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে আগামী দু’দিনের মধ্যে নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমাদের প্রধান দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, সেটা এখনো পূরণ হয়নি। বিরোধী নেতাকর্মীদের হয়রানি না করার প্রতিশ্রুতি কাগজে কলমে রয়ে গেছে। এখনো গ্রেফতার, মামলা অব্যাহত রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করে ভোটে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হবে।’
রবিবারের মধ্যে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়টি ইসিকে জানাতে হবে, সেক্ষেত্রে ২০ দল কী করবে? এমন প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘আমরা চিঠি দেব। সে চিঠির ভাষা হবে এমন, ‘যদি আমরা নির্বাচনে যাই, তাহলে নিবন্ধিত দলগুলোর প্রতীক হবে নিজ দলের। আর অনিবন্ধিত দলগুলোর প্রতীক হবে বিএনপির প্রতীক।’
এছাড়া সদ্য ২০ দলে যুক্ত হওয়া পিপলস পার্টি অব বাংলাদেশের আহ্বায়ক রিটা রহমান, জাতীয় জনদলের চেয়ারম্যান ইহসানুল হুদা ও মাইনেরটি পার্টির সাধারণ সম্পাদক সুপ্রীতি কুমারও ছিলেন বৈঠকে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তফসিল অনযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। আর ভোট হবে ২৩ ডিসেম্বর।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে খালেদা জিয়ার মুক্তিসহ যে ৭ দফা দাবি তুলে ধরা হয়েছিল তা ফলপ্রসূ হয়নি বলে দাবি ঐক্যফ্রন্ট নেতাদের।
নিউজওয়ান২৪/এএস