রাজধানীতে আ`লীগের দু`গ্রুপের সংঘর্ষ, নিহত ২
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:০০ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার
নিহত সুজন
রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপ থেকে নামতে গিয়ে চাপা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার রুহুল আমীনের ছেলে সুজন (১৮)। অপরজনের নাম আরিফ (১৫)।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে সংর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওইখান থেকে একটি পিকআপ পালিয়ে যাওয়ার সময় সুজন ও আরিফকে চাপা দেয়।
পরে সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরিফকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
নিউজওয়ান২৪/এমএম