রাজশাহীর সাথে চার ঘণ্টা পর বাস চলাচল শুরু
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৪১ এএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি
টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সাথে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।
শুক্রবার রাত ১০ টার দিকে এই সিদ্ধান্ত নয়া হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রমিক ও মালিক সমিতির নেতারা।
শনিবার সকাল থেকে যান চলাচল শুরু হবে। এর আগে টানা ১৬ ঘন্টা পর নাটোরের সাথে অন্যান্য জেলার বাস চলাচল শুরু হলেও রাজশাহীর সাথে সকল ধরনের বাস ও অন্যান্য যান চলাচল বন্ধ থাকে ।
দুইদিনের অঘোষিত ধর্ম ঘটে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
এদিকে বিএনপি নেতারা অভিযোগ করেন রাজশাহীর ঐক্যফ্রন্টের সমাবেশকে বানচাল করতে অঘোষিত ধর্মঘট করেছিল সরকারি দল।
নিউজওয়ান২৪/এমএস