NewsOne24

উইন্ডিজের কাছে বাংলাদেশের মেয়েদের লজ্জার হার

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:৩২ এএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে হেরে গেল বাংলাদেশ। শনিবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় গায়ানার প্রভিডেন্সে ম্যাচটি শুরু হয়।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন কিচিয়া নাইট। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন টেইলর।

বল হাতে নির্ধারিত ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জাহানারা আলম। মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন রোমানা আহমেদ। এছাড়া সালমা খাতুন ও খাদিজাতুল কোবরা একটি করে উইকেট নেন।
 
ছোট টার্গেটে ব্যাট করতে নেমে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশের মেয়েরা। দলীয় ৬ রানে শামীমার বিদায়ের পর, একে একে সাজঘরে ফেরেন আয়েশা, জাহানার-পিংকিরাও। দলীয় মাত্র ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগ্রেসরা।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পাঁচ উইকেট মাত্র ১৭ রানে হারিয়ে শেষ পর্যন্ত ১৪.৪ বলে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় দল। ফলে ৬০ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে সালমাবাহিনী। বাংলাদেশ দলের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

নিউজওয়ান২৪/এমএস