NewsOne24

ঈদের ফুরসতে ফিনল্যান্ড প্রবাসীরা তিন-চারদিন নেমন্তন্ন খেয়ে বেড়ান

জামান সরকার, হেলসিংকি থেকে

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬ বুধবার

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। ফিনল্যান্ড জুড়ে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহের মধ্য দিয়ে গত সোমবার উদযাপন করেছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

ত্যাগের মহিমায় ভাস্বর দিনটির জন্য মুসলমানদের সবাই প্রতীক্ষায় ছিলেন গত কয়েকদিন। অবশেষে প্রতীক্ষার অবসান হল ১২ সেপ্টেম্বর সোমবার। ফিনল্যান্ডের ধর্মপ্রাণ মুসলমানরা উদযাপন করলেন ঈদ-উল-আজহা।

শরতের জ্বলজ্বলে রোদেলা আবহাওয়ায় পরশ গায়ে নিয়ে ফিনল্যান্ডে প্রবাসী অন্যান্য দেশীয়দের মতো বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানরাও সমবেত হয় ঈদের জামাতে।

রাজধানী হেলসিংকিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদের প্রধান দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৯টায়, একটি কামপো স্পোর্টস মিলনায়তনে ও অপরটি হাকানিয়েমির পাল্লোহাল্লিতে।

স্পোর্টস মিলনায়তনের জামাতে ইমামতি করেন বশির আহমেদ ও হাকানিয়েমির পাল্লোহাল্লিতে ইমামতি করেন হেলসিংকির দারুল আমান মসজিদের খতিব আবদুল কুদ্দুস খান।

ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

ঈদ জামাতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিলেন, লিমন চৌধূরী, জহুরুল ইসলাম সিকদার, কামরুল আলম কমল, আরিফুল হক, নাসির খান, আতাউর রহমান, আনোয়ার হোসেন, মোস্তফা আজাদ বাপি, জহিরুল আলম নজরুল, মহিউদ্দিন মানিক, আবদুল হান্নান, আলাউদ্দিন, হারুন, এনামুল হক শিপু, মাহমুদ, সাজ্জাদ মুন্না, নাজমুল হাসান লিটন, আ. লতিফ, খালেদুল ইসলাম জিতু, জসিম, আবুল কালাম আজাদ, সাব্বির, সুমন, হুমায়ুন কবীর, আ. রশিদ, ইমাম হোসেন পাভেল, তাপস, আনোয়ার, ফাহমিদ, সেলিম, মোস্তাক, আকরাম, ওয়াহিদ, জনি, আনিসুর রহমান শামীম, মহি, বাবু, জামান প্রমুখ।

ফিনল্যান্ডে বরাবরের মতো এবারেও বাঙালিদের ঈদ উৎসবে ছিল বিভিন্ন ধরনের দেশি-বিদেশি খাবার, একে অপরের বাড়িতে নেমন্তন্ন খাওয়া, ছবি-ভিডিও তোলা, মাতৃভূমি বাংলাদেশে টেলিফোন করে পরিবারের ও আত্মীয়স্বজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও খোঁজ-খবর নেওয়া ইত্যাদি।

আনন্দ-উৎসব-বিনোদন থেকে সচরাচর বঞ্চিত প্রবাসীরা ঈদের এই আনন্দঘন পরিবেশের ফুরসতে একে অপরের বাড়িতে নেমন্তন্ন খাওয়ার রেওয়াজ একাধারে ৩-৪ দিন ধরে চালিয়ে যান। এই উৎসবমুখরতার মধুময় স্মৃতি তাদের সারাবছর কর্মস্পৃহা বাড়াতে অনুপ্রেরণা দিয়ে যায়।

নিউজওয়ান২৪.কম/একে