ক্যালিফোর্নিয়া বারে হামলাকারী সাবেক নৌ-সেনা
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৯ নভেম্বর ২০১৮ শুক্রবার

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার বা পানশালায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। ইয়ান ডেভিড লং নামের ২৮ বছরের ওই ব্যক্তি নৌ-সেনা ছিলেন।
বৃহস্পতিবার স্থানীয় ভেনচুরা কাউন্টি কার্যালয়ের কর্মকর্তা জিওফ ডিন সাংবাদিকদের এ তথ্য জানান।
ভেনচুরা কাউন্টি কার্যালয়ের শেরিফ পুলিশ কর্মকর্তা জিওফ ডিন সাংবাদিকদের বলেন, হামলাকারী ইয়ান ডেভিড সম্ভবত হামলার পর আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ইয়ান ডেভিডের মানসিক অসুস্থতার রেকর্ড ছিল। ২০১৭ সালের এপ্রিলে মানসিক চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিল সে। পরে তাকে সুস্থতার ছাড়পত্র দেন চিকিৎসকরা।
মানসিক অসুস্থতার রেকর্ডের কথা বলা হলেও ঘটনাস্থল থেকে বেঁচে আসা ব্যক্তিরা বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন, হামলাকারী সম্পূর্ণ ঠাণ্ডা মাথায় গুলি চালিয়েছে। এ সময় সেখানে গানের অনুষ্ঠান চলছিল। তখন সেখানে উপস্থিত প্রায় ২০০ মানুষের অধিকাংশই ছিল কলেজ শিক্ষার্থী।
নিউজওয়ান২৪/এমএম