ক্যালিফোর্নিয়ায় বারে গোলাগুলি
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বারে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ ক্যারোলিনার একটি বারে বুধবার রাতে গোলাগুলির ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
পুলিশ লস অ্যাঞ্জেলস টাইমসকে জানিয়েছে, থাউসেন্ড ওকসের বর্ডার লাইন বার অ্যান্ড গ্রিলে কমপক্ষে ৩০ বার গুলি চালানো হয়েছে। এটি লস অ্যাঞ্জেলস থেকে ৪০ মাইল দূরে অবস্থিত। তবে গোলাগুলির ঘটনায় কতজন গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও জানা যায়নি।
ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
নিউজওয়ান২৪/জেডএস