জিম্বাবুয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪৭
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি
জিম্বাবুয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি বুধবার জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর মুতারে থেকে রাজধানী হারারের দিকে যাচ্ছিল একটি বাস। বিপরীত দিক থেকে একটি বাস এলে রুসাপে শহরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র পল নায়াথি বলেছেন, হারারে-মুতারে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহতের বিষয়টি আমরা নিশ্চিত করছি।
দ্য হেরাল্ড নামে আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। দুর্ঘটনাস্থলের পাওয়া ছবিতে মৃতদেহ ও যাত্রীদের ব্যাগগুলো দুটি বাসের পাশে পড়ে থাকতে দেখা গেছে।
২০১৭ সালের জুনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ৪৩ জন নিহত হয়।
নিউজওয়ান২৪/জেডএস