জাপানের তৈরি প্লাস্টিকের গাড়ি!
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:০৪ এএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি
লোহা বা ইস্পাত নয়। এমনকি অ্যালুমিনিয়ামও নয়। এবার প্লাস্টিক দিয়েই বানানো হবে গাড়ি। জাপানের টোকিও ইউনিভার্সিটি এমনই গাড়ি বানাতে যাচ্ছে।
বিজ্ঞানীরা বলছে, গাড়ির বডি প্লাস্টিকের হওয়ায় অন্যান্য গাড়ির চেয়ে এই গাড়ির ওজন ৪০ শতাংশ কম। তবে প্লাস্টিক বলে তুচ্ছ করারও সুযোগ নেই। বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করায় যথেষ্ট শক্তপোক্তই হবে থ্রি-সিটার এই গাড়িটি। দেখতে স্টাইলিশ ও অন্যান্য গাড়ির তুলনায় উচ্চতা কম হবে।
বিজ্ঞানী মহলের বক্তব্য, সমমানের অন্য গাড়ির থেকে এই গাড়ির গতিবেগ হবে অনেকটাই বেশি। এতে জ্বালানিও লাগবে খানিকটা কম।
অভিনব গাড়ি তৈরিতে জাপানের জুড়ি নেই। এছাড়া ২০২০ চালকহীন গাড়ি লঞ্চ করার পরিকল্পনাও রয়েছে দেশটির। ২০২২ সাল থেকে ওই গাড়ি বাজারে আসবে।
নিউজওয়ান২৪/জেডএস