NewsOne24

যদি হারিয়ে ফেলেন জাতীয় পরিচয়পত্র

ইত্যাদি ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৪ আগস্ট ২০১৬ বুধবার

দৈনন্দিন দাপ্তরিক কাজকর্মে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা বেড়েই চলছে। তবে অসাবধানতার কারণে বা অনেক সময়ে সাবাধন থাকার পরও হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় পরিচয়পত্র। তখন চাই আরেকটা নতুন চকচকে জাতীয় পরিচয়পত্র। কারণ, এটা না থাকলে আজকালকার বাস্তবতায় জীবনযাপন জটিল হয়ে পড়বে। কীভাবে অতিরিক্ত ঝামেলা এড়িয়ে কম সময়ে নয়া জাতীয় পরিচয়পত্র পেতে পারেন- এখানে তা জেনে নিন

১. প্রথমেই স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন

২. এরপর রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনের নিচতলা থেকে বিনামূল্যে ‘হারানো ফর্ম’ সংগ্রহ করুন ও পূরণ করুন

৩. ডাচ্‌-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত অ্যাকাউন্টে ৩৬৮ টাকা ফি জমা দিন। প্রমাণ হিসেবে ফরমে TRX (টাকা পাঠানোর পর যে মেসেজে নম্বর আসে) নম্বরটি লিখুন।

৪. ফরমের সঙ্গে সাধারণ ডায়েরির ফটোকপি যুক্ত করুন।

৬. যে কোনো সরকারি ফরমটি য়েখান থেকে নিয়েছেন সেখানে ইসলামিক ফাউন্ডেশনের নিচতলার তথ্যকেন্দ্রে (পরিচয়পত্র প্রদান অফিস) দুপুর ১২টার আগে জমা দিন

৭. ওপরের কাজগুলো ধারাবাহিকতা রক্ষা করে সম্পন্নের পর একইদিন বেলা ১টার মধ্যেই পেয়ে যাবেন আপনার জাতীয় পরিচয়পত্র- আশা করা যায়

উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র জরুরি ভিত্তিতে পাওয়ার জন্য ৩৬৮ টাকা ফি হিসেবে জমা দিতে হয়। তবে বিনামূল্যে পেতে চাইলে ১০ থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

নিউজওয়ান২৪.কম/আরকে