NewsOne24

পাকিস্তানের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশের মেয়েরা। সকালে গায়ানায় পাকিস্তানের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ। ১০৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ৯৮ রানে অলআউট হয় টাইগ্রেসরা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিলেন তারা।

বুধবার শেষ ৫ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৫ রান। হাতে ছিল ৬ উইকেট। কিন্তু এ সময়ে একের পর এক উইকেট হারায় তারা, বাউন্ডারি আসেনি একটিও।

গত মাসে দেশের মাটিতে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে।

টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের হয়ে মিডল অর্ডারে ২২ রান করেন মিসবাহ মারুফ। পাঁচে নেমে অধিনায়ক জাভেরিয়া খান ২১ করেন ১৫ বলে। শেষ দিকে নিদা দার ১৬ বলে ১৯ রান করে দলের স্কোর নিয়ে যান একশ ছাড়িয়ে।

বাংলাদেশের হয়ে দুই অফ স্পিনার সালমা ও খাদিজা তুল কুবরা নেন দুটি করে উইকেট। আগের ম্যাচে দারুণ বোলিং করা রুমানা আহমেদ এ দিনও নেন ১টি উইকেট।

রান তাড়ায় বাংলাদেশ উইকেট হারিয়েছে নিয়মিত। শুরুতে দ্রুত রান তোলার দায়িত্ব যার, সেই আয়েশা রহমান আউট হয়েছেন দুই বাউন্ডারি মেরে। পিঞ্চ হিটার হিসেবে তিনে প্রমোশন পেয়ে জাহানারা আলম আউট ২ রানেই।

মিডল অর্ডারে ফারজানা হক আঁকড়ে রেখেছিলেন এক প্রান্ত। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। ২৮ করেছেন ফারজানা, ১০ রান ছাড়াতে পারেননি আর কেউ। বাংলাদেশ তাই ছুঁতে পারেনি একশ।

এই ম্যাচ দিয়ে শেষ বাংলাদেশের প্রস্তুতি পর্ব। বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় শনিবার সকালে।

সংক্ষিপ্ত স্কোর:

ফল: পাকিস্তান ৮ রানে জয়ী

পাকিস্তান: ২০ ওভারে ১০৬/৭ (বিসমাহ ২২, জাভেরিয়া ২১, নিদা ১৯, আয়েশা ১৮; জাহানারা ৪-০-১৭-০, সালমা ৪-০-১৯-২, কুবরা ৪-০-১৮-২, রুমানা ৪-০-২০-১, লতা ২-০-১১-০, ফাহিমা ২-০-১২-১,)।

বাংলাদেশ: ২০ ওভারে ৯৮/৯ (শামিমা ৯, আয়েশা ৮, জাহানারা ২, ফারজানা ২৮, নিগার ৩, রুমানা ১০, সানজিদা ৪, ফাহিমা ২, লতা ১০, সালমা ৯; বিসমাহ ২/১২, আইমান ২/১৩, সানা ২/১৪, আনাম ১/৮)।

নিউজওয়ান২৪/জেডএস