আবারো ফরাসি প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনায় আটক ৬
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:৫০ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি
দ্বিতীয়বারের মতো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর হত্যার ছক বাঞ্চাল করল ফরাসি নিরাপত্তা বাহিনী। এই সহিংস হামলার পরিকল্পনার অভিযোগে দেশটির পুলিশ ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে শীর্ষ সংবাদমাধ্যম বিবিসি।
আটকদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী বলে জানানো হয়েছে। এদের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ব্রিটানির ফরাসি নিরাপত্তা বাহিনী আটক করে।
সন্দেহভাজন ও হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি। তবে ফ্রান্সের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার দায়িত্বে নিয়োজিত গোয়েন্দাবাহিনীর নজরদারিতে আগ থেকেই ছিলেন সন্দেহভাজনরা।
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় মোসেলে ও ইসেরে এবং উত্তরাঞ্চলীয় ইলে-এত-ভিলেইন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
এদিকে, ২০১৭ সালে ফ্রান্সের স্বাধীনতা দিবসে ম্যাক্রোঁকে হত্যার আরেকটি চক্রান্ত নস্যাৎ করে দিয়েছিল পুলিশ। সে অভিযোগে ২০১৭ সালের ১৪ জুলাই ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছিল।
নিউজওয়ান২৪/জেডএস