টেকনাফে গোলাগুলিতে যুবক নিহত
কক্সবাজার প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:২০ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফে গোলাগুলিতে আলী হোসেন প্রকাশ সোনা মিয়া কোম্পানি (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত সোনা মিয়া মাদক চোরাকারবারি। তিনি উপজেলার হোয়াইক্যং নয়াবাজারের পশ্চিম সাতঘরিয়াপাড়ার মৃত মোবারক আলীর ছেলে।
বুধবার ভোররাতে উপজেলার বাজারসংলগ্ন পাহাড়ি ঢালাপথ থেকে ওই লাশ উদ্ধার করেছে পুলিশ।
সূত্র জানায়, ভোররাতে খবর পেয়ে বাজারসংলগ্ন পাহাড়ি ঢালাপথ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি সোনা মিয়ার বলে শনাক্ত করা হয়।
তবে পুলিশের ধারণা, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ কলহের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত রায় জানান, রাতে গোলাগুলির শব্দ পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যান।
ঘটনাস্থল তল্লাশি করে একটি লাশ পাওয়া যায়। এ সময় কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, নিহতের পরিচয় শনাক্ত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিউজওয়ান২৪/এমএম