NewsOne24

সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল বার্সা

স্পোর্টস ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


ইন্টার মিলান হারিয়ে সবার  নকআউট পর্ব নিশ্চিত করল বার্সেলোনা। সান সিরোয় মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গত মাসে কাম্প নউয়ে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা।

প্রথম লেগে ঘরের মাঠে ইন্টারকে উড়িয়ে দিলেও গুইসেপ্পো মায়েজা স্টেডিয়ামে গোল যেন অধরাই থেকে যায় বার্সেলোনার জন্য। ডেম্বেলে, সুয়ারেজ ও কৌতিনহোদের মুহুর্মুহু আক্রমণ রুখে দেন ইন্টার গোলরক্ষক হান্ডানোভিচ। তবে বার্সার জার্সি গায়ে নিজের প্রথম গোলটি করেও দলকে জয় এনে দিতে পারেননি ম্যালকম। মাউরো ইকার্দি ইন্টারের হয়ে শেষ সময়ে একটি গোল করায় ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ।

ম্যাচের ২ মিনিটের মাথায় ডেম্বেলের দূরপাল্লার শট রুখে দেন ইন্টার গোলরক্ষক। ৩০ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে রাকিতিচের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৭ মিনিটে সাবে ইন্টার এবং বর্তমান বার্সা মিডফিল্ডার কৌতিনহোর বুলেট গতির শট দারুণ ক্ষিপ্রতার সঙ্গে পাঞ্চ করে বাঁচান হান্ডানোভিচ।

বিরতি থেকে ফিরেও চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। ৫৪ মিনিটে ইন্টারের ভেসিনোর শট গোলবারের সামান্য ওপর দিয়ে চলে না গেলে উল্লাসে মেতে উঠতে পারতো ইন্টার। ৬৫ মিনিটে কাউন্টার থেকে পেরেসিচের ক্রসে পোলিতানো হেড করলে সেটিও গোলবারের সামান্য দূর দিয়ে চলে যায়।

ডেম্বেলের পরিবর্তে মাঠে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্রাজিলিয়ান ফুটবলার ম্যালকম। ৮৩ মিনিটে কৌতিনহোর পাস থেকে দুর্দান্ত এক গোল করে বার্সাকে এগিয়ে দেন তিনি। তবে এই গোলের আনন্দ বেশিক্ষণ ছিল বার্সা শিবিরে। ৮৭ মিনিটে মাউরো ইকার্দি গোল করে ইন্টারকে সমতায় ফেরান। ১-১ গোলে সমতায় থেকেই ম্যাচ শেষ করে দু’দল।

এই ড্রয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল বার্সা। অন্যদিকে, ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্টার।


নিউজওয়ান২৪/এমএম