NewsOne24

স্যান্ডউইচ খেয়ে ফেলায় বান্ধবীকে হত্যা, শাস্তি ২২ বছরের দণ্ড

অপরাধ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ১২:৫৫ পিএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার

নিহত জেসমিন ও ঘাতক গোটশে    -ফাইল ফটো

নিহত জেসমিন ও ঘাতক গোটশে -ফাইল ফটো

হ্যাঁ, এমন মন খারাপ করা ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। পুরো স্যান্ডউইচও না, কিছু অংশ খেয়ে রাখা স্যান্ডউইচটুকু নিজের পেটে চালান করে দেওয়ায় প্রিয় বন্ধুকে গুলি করে হত্যা করে ৩৪ বছর বয়সী মার্কাস গোটশে।

অ্যারি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানায়, ২৮ বছর বয়সী বান্ধবী জেসমিন আর্মারকে হত্যার দায়ে বুধবার আদালত গোটশেকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে।

আদালত সূত্র জানায়, ঘটনা ২০১১ সালের ফেব্রুয়ারির এক রাতের। বাফেলোর বাসিন্দা ওই যুগল বাড়ির বাইরে মদ্যপান করে সময় কাটায়। এরপর ঘরে ফিরে গোটশের খেয়ে রাখা স্যান্ডউইচটি খেয়ে ফেলে জেসমিন। এ নিয়ে গোটশে বান্ধবীর সঙ্গে শুরু করে তুমুল ঝগড়া।

উত্তেজিত গোটশে ছুটে গিয়ে রাইফেল হাতে নেয়। এসময় বান্ধবী জেসমিন ঘির থেকে ছুটে পালাতে চেষ্টা করে। কিন্তু তার পিঠে গুলি করে বসে বন্ধুবর। ঘটনার বছরেই ডিসেম্বর মাসে তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল আদালত। কিন্তু অপর একটি আদালত ওই রায়কে বাতিল করে এই যুক্তিতে যে আসামিকে যথাযথ আইনি সহায়তার সুযোগ দেওয়া হয়নি। তবে শেষতক তাকে শাস্তি পেতেই হলো।

নিউজওয়ান২৪.কম/এনআর