আফগানে তালেবানের হামলায় নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:১৯ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি
আফগানিস্তানে তালেবানের হামলায় কমপক্ষে ২০ জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফারাহ প্রদেশে বাহিনীর ঘাঁটিতে হামলা চালালে এ ঘটনা ঘটে।
প্রাদেশিক পরিষদ সদস্য আবদুল সামাদ সালেহি জানান, ঘাঁটিতে ৪৫ জন সদস্য ছিল। মাত্র ৩ জন পালিয়ে পাশ্ববর্তী গ্রামে পৌছাতে পেরেছে। বাকিরা হয়তো নিহত হয়েছে অথবা তালেবানের হাতে আটক হয়েছে।
একজন সেনা কর্মকর্তা গণমাধ্যমকে জানায় কমপক্ষে ২০ জন সীমান্তরক্ষী নিহত হয়েছে এবং সমান সখ্যক সদস্য নিখোঁজ রয়েছে।
সোমবার গভীর হাতে সংঘর্ষ শুরু হয়। মাত্র ২ ঘন্টায় ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান।
জাবিদুল্লাহ মুজাহিদ নামে তালেবানের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করেছে।
নিউজওয়ান২৪/এমএম