এবার সাজঘরে মুমিনুল, চাপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:২৯ এএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সিলেট টেস্টে জিম্বাবুয়ের দেয়া ৩২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো করার আভাস দিলেও শেষ পর্যন্ত তা হয়ে উঠলো না। পাহাড়াসম রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৬ রানে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। কিন্তু চতুর্থ দিনের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
আগের দিনের ২৬ রানের সাথে মাত্র ৪১ রান যোগ করতেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ২৩ রানে সেকান্দার রাজার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান লিটন দাস। তিনি যখন ফিরে যান তখন দলীয় স্কোর ছিলো ৫৬। এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।
ব্যক্তিগত ৯ রান ও দলীয় ৬৭ রানের মাথায় জারভিজের বলে পরিষ্কার বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।
মাহমুদউল্লাহ ২ ও ইমরুল কায়েস ৩৫ রানে ক্রিজে রয়েছেন। আর দলের স্কোর ৬৯ রান। জয়ের জন্য টাইগারদের দরকার আরও ২৫২ রান।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় সফরকারীরা। আবারও তাইজুল-মিরাজ-অপুর ঘূর্ণিতে ১৮১ রানেই গুটিয়ে যায় মাসাকাদজাবাহিনী। কিন্তু ১৩৯ রানের লিডের সুবাদে বাংলাদেশকে ৩২১ রানের টার্গেট দিয়েছে তারা। ফলে জয়টা টাইগারদের জন্য অনেকটাই দুঃসাধ্য হয়ে গেছে।
কেননা আড়াইশর কাছাকাছি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ২১৫ রান তাড়া করে ৪ উইকেটে পাওয়া জয়ই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা। তাতে সিলেট টেস্টে জিম্বাবুয়েকে হারাতে হলে লিখতে হবে নতুন কোনো রেকর্ড।
নিউজওয়ান২৪/এমএস