NewsOne24

যুক্তরাষ্ট্রে ২০ শহরে জয়া, দেশে ৫০ প্রেক্ষাগৃহে তিনি!

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

এবার ‘দেবী’ মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। চঞ্চল চৌধুরী-জয়া আহসানের এ চলচ্চিত্রটি ৪ নভেম্বর মুক্তি পেয়েছে দেশটির ডি সি ভার্জিনিয়া, অস্টিন, ডালাস ও নিউ ইয়র্কে।

এরমধ্যে ৩ নভেম্বর সান ফ্রান্সিসকোতে প্রথম মুক্তি পেয়েছে ছবিটি। এরপর পর্যায়ক্রমে এটি দেখানো হবে দেশটির প্রায় ২০টি শহরে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক জয়া আহসান নিজেই।

তিনি জানান, আমেরিকায় ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে বায়োস্কোপ। জয়া বলেন, ‌শুধু সান ফ্রান্সিসকোতে নয়, এটি দেশটির অন্যান্য শহরেও যাবে পর্যায়ক্রমে। ১৫ ডিসেম্বর পর্যন্ত হল বুকিংয়ের তালিকা পেয়েছি। এরমধ্যে ২০টি শহরে ছবিটি প্রদর্শিত হবে।

এদিকে চলতি সপ্তাহে চলচ্চিত্রটি দেশের ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে জয়া আহসান। আরো অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

সরকারি অনুদানের এ ছবিটির যৌথ প্রযোজক জয়া আহসানের সি-তে সিনেমা। ছবিটি দেশে পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

নিউজওয়ান২৪/জেডআই