NewsOne24

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রফিকুল ইসলাম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.শওকত আলী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিরঞ্জন উরাঁও গোমস্তাপুর উপজেলার কাশরইল গ্রামের সমর উরাঁওয়ের ছেলে।

প্রাণদণ্ডের পাশাপাশি নিরঞ্জনকে দশ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

যাবজ্জীবনপ্রাপ্তরা সমর উরাঁও (৪০), গণেশ উরাঁও (২২), দশরত উরাঁও (২২), সাবানু উরাঁও (২৬), বুধুয়া উরাঁওকে (২৪) দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদের মধ্যে বুধুয়া ও সমর পলাতক রয়েছেন; বাকিরা রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বেগম জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০১০ সালের ২৩ নভেম্বর বিকালে কাশরইল গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন রফিকুল। এ সময় পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে গলাকেটে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল জব্বার বাদী হয়ে গোমস্তাপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ১২ সেপ্টেম্বর গোমস্তাপুর থানার এসআই বাণী ঈসরাইল আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

নিউজওয়ান২৪/এমএস